নোটিশ বোর্ড :
এসএসসি-দাখিল (ভোক) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৩ এর ৯ নভেম্বর,২০২৩ তারিখের পদার্থবিজ্ঞান-১ বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সেশন রুটিন – ২০২৩ খ্রি. (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি) মূল্যায়ন/চুড়ান্ত/বার্ষিক পরীক্ষার রুটিন ২০২৩ খ্রি. এসএসসি (ভোক) পরীক্ষা ২০২৪ এর ফরম পূরনের বিজ্ঞপ্তি ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনী পরীক্ষার সময়সূচি জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত বর্ষমধ্য পরীক্ষা রুটিন-২০২৩ RFQ Notice RFQ Notice প্রতিষ্ঠান শব-ই-মিরাজ উপলক্ষে বন্ধ রাখার বিজ্ঞপ্তি অতিথি বক্তা সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি পাঠ্যপুস্তকের সংশোধনী তথ্যসমূহ দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ই-ক্যাম্পাস চালু করন। দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নতুন ওয়েবসাইটে স্বাগতম।
অধ্যক্ষ

জনাব বিপ্লব বিকাশ পাল চৌধুরী ২৬/১২/২০২১ খ্রিঃ তারিখে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ঊৎরাইল, বিরিশিরি,দুর্গাপুর,নেত্রকোণায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরে সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহকারী পরিচালক (ইকুইপমেন্ট), ভারপ্রাপ্ত কর্মকর্তা (সমন্বয় ও বাস্তবায়ন), ভারপ্রাপ্ত কর্মকর্তা (রিসার্চ এন্ড নলেজ ম্যানেজমেন্ট সেল), আঞ্চলিক পরিদর্শক খুলনা বিভাগ এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ দায়িত্ব পালন করেন।

তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য) হিসেবে বাংলাদেশ মৎস গবেষণা ইন্সিটিউট ময়মনসিংহে ০৬-০৭-১৯৯৮ ইং প্রথম চাকুরিতে যোগদান করেন। এছাড়া তিনি সম্প্রসারণ কর্মকর্তা(মৎস্য) হিসেবে ও মৎস্য অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউটে FSRD প্রোগ্রামে প্রেষণে কাজ করেন।

জনাব বিপ্লব বিকাশ পাল চৌধুরী বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে ১৯৯৭ খ্রিষ্টাব্দে ফিসারিজ ফ্যাকাল্টি হতে ১ম শ্রেণিতে B.Sc Fisheries (Hons.) এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে M.S in Fish Technology তে ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। উল্লেখ্য ১৯৮৮ খ্রিষ্টাব্দে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৯০ খ্রিষ্টাব্দে  নেত্রকোনা সরকারি কলেজ হতে এইচ.এস.সি সম্পন্ন করেন। তিনি TVET গবেষণা, ইনোভেশন এবং TVET প্রমোশনে আগ্রহী।  বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত নিবন্ধন সংখ্যা ০৬। ব্যক্তিজীবনে তিনি ০২ সন্তানের জনক।