ই-ক্যাম্পাস

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একটি অনলাইন ক্যাম্পাস বা “ই-ক্যাম্পাস” স্থাপন করা ইয়েছে।   এর মাধ্যমে অত্র প্রতিষ্ঠনের জেএসসি (ভোকেশনাল)  এসএসসি ও এইচ এসসি (ভোকেশনাল), কোর্সের সকল বিষয়কে অনলাইন কোর্সে রূপান্তর করে শিক্ষার্থীদের ব্লেন্ডেড পদ্ধিতে শিক্ষা প্রদান করা হবে।

অনলাইন কোর্সে গুলোতে প্রত্যেক শিক্ষক তাদের কোর্সের জন্য ডিজিটাল কনটেন্ট যেমন পাওয়ারপয়েন্ট কনটেন্ট, ভিডিও,ছবি আপলোড করতে করবেন। অনলাইনে ছাত্রছাত্রীদের হাজিরা, ক্লাস টেষ্ট,কুইজটেষ্ট ও অ্যাসাইনমেন্ট গ্রহণ কারে তার গ্রেডিং করতে করবেন।

ছাত্রছাত্রীরা স্মার্ট ফোনে বা কম্পিউটারের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে। শিক্ষকদের আপলোড করা সকল কনটেন্ট পড়তে ও ক্লাশটেষ্ট, কুইজটেষ্টে অংশ গ্রহণ করবে। কোর্সে অংশগ্রহণ কারি সকল শিক্ষার্থী ও শিক্ষক নিজেদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মত তথ্য আদান প্রদান করতে পারবে।

 ই-ক্যাম্পাস